বগুড়া: বগুড়ায় বিআরটিসির যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বাঘোপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হলেন, বগুড়া শহরের ফুলবাড়ী গ্রামের নৃত্যশিল্পী আশিক, গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রামের তপু চন্দ্র।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এমবিএইচ/জিপি/আইএ