ঢাকা: বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রতিবারই উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষে সার্বিক বিষয় তুলে ধরেন সিইসি।
শান্তিপূর্ণ ভোট প্রসঙ্গে সিইসি বলেন, প্রতিবারই আমরা এমন (শান্তিপূর্ণ ভোট) উদ্যোগ নিয়ে থাকি। নারায়ণগঞ্জ ছোট এলাকা। এখানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য ছিলেন। সব প্রার্থী ও ভোটার আমাদের সহযোগিতা করেছেন। যার ফলে একটা শান্তিপূর্ণ ভোট উপহার দেওয়া সম্ভব হয়েছে।
সিইসি আরও বলেন, আজকের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সবাইকে ধন্যবাদ। শান্তিপূর্ণ ভোট প্রদানে ভোটারদেরও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিবারই এমন উদ্যোগ নেওয়া হয়।
‘ভোটে সবার জন্য সমান সুযোগ-সুবিধা ছিলো। এর আগে সব প্রার্থীর সঙ্গে মতবিনিময় করি। এবং সমস্যা নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা করেছি। ভোটে ব্যাপক-সংখ্যক সাংবাদিক ও পর্যবেক্ষক ছিলেন। বিভিন্ন টিভি চ্যানেলের খবর মনিটরিং করেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। যার ফলে একটা শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ ভোট হয়েছে নারায়ণগঞ্জে’।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমআইএস/জেডএস