ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরের ইজতেমায় কঠোর নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
লক্ষ্মীপুরের ইজতেমায় কঠোর নিরাপত্তা লক্ষ্মীপুর ইজতেমা ময়দান

লক্ষ্মীপুরে ‘আঞ্চলিক’ বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ‘আঞ্চলিক’ বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

 

নিরাপদে ইজতেমার কার্যক্রম সফল করতে জেলা প্রশাসনের পাশাপাশি র‌্যাব, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ ও গ্রাম পুলিশ কাজ করছে।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হচ্ছে। তবে লক্ষ্মীপুরে এটা প্রথম ইজতেমা।

লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ বাংলানিউজকে বলেন, দুই শতাধিক কমিউনিটি পুলিশ সদস্য ইজতেমায় সেবা ও সহযোগিতা করবে। এছাড়াও পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, ইজতেমায় তিন স্তরে পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আশা করি নিরাপত্তার ব্যাপারে কোনো ত্রুটি হবে না।

লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলাকায় ২৭ একর জমির ওপর এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এজি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।