ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত মুসা করিমুল্লা বকুল-ফাইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় মুসা করিমুল্লা বকুল (৩৭) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় মুসা করিমুল্লা বকুল (৩৭) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বকুল কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে মোটরসাইকেল চালিয়ে কলেজপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বকুল। এসময় মোটরসাইকেলটি বিকল হয়ে রেললাইনে আটকে যায়। পরে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস নামে একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. নাঈম হাসান মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।