বরিশাল: বরিশালে দু’টি স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষে শাহেরি আক্তার (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলের কড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে।
শাহেরি ঢাকা মেডিকেল কলেজের অর্থপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. গোলাম সরোয়ারের মেয়ে।
সাহেবেরহাট বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বাংলানিউজকে জানান, রাতে বরিশাল থেকে ভোলাগামী এবং বিপরীত দিক ভোলা থেকে আসা যাত্রীবাহী দু’টি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও শাহেরি নদীতে পড়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা চলছে।
আহত পাঁচ যাত্রীর মধ্যে ডা. প্রদীপ কুমার ও ডা. গোলাম সরোয়ারের স্ত্রী নেশপতি বেগমকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল নৌ ফায়ার স্টেশনের দেবাশিশ বাংলানিউজকে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমএস/আরবি/পিসি