ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিজিবির সেক্টর কমান্ডার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিজিবির সেক্টর কমান্ডার বিএসএফকে মিষ্টি উপহার দেন সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন

নাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা পরিদর্শন ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা পরিদর্শন ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি হিলি সীমান্তের চেকপোষ্টস্ট গেট পরিদর্শনে আসেন।

এসময় তিনি সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার ও বন্দর দিয়ে আমদানি রফতানিকৃত পন্যবাহী ট্রাক প্রবেশসহ বিজিবির বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সেক্টর কমান্ডার দুপুরে হিলি সীমান্ত পরিদর্শনে এসে বিএসএফের সঙ্গে সৌজন্যমুলক সাক্ষাত করেছেন এবং বিজিবির পক্ষ থেকে তাদের মিষ্টি উপহার দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসম্বের ২৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।