লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারি কলেজে স্কাউট ক্যাম্পে ছাত্রলীগের হামলায় রোভার স্কাউটের সিনিয়র রোভারমেটসহ তিন সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে স্কাউট ক্যাম্পে কলেজ ছাত্রলীগ কর্মীরা বহিরাগতদের নিয়ে এ হামলা চালায়।
আহতরা হলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র সিনিয়র রোভারমেট হাসান মাহমুদ সাকিল, একই বিভাগের ছাত্র স্কাউট সদস্য হিমেল, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সহেল হোসেন শাহিন। গুরুতর আহত শাহিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্কাউট সদস্য ও কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ মাঠে ক্যাম্প চলাকালীন কলেজের দু’জন ছাত্রলীগ কর্মী ক্যাম্পে এসে স্কাউটের মেয়ে সদস্যদের উত্ত্যক্ত করেন। এসময় রোভার সদস্যরা বাধা দিলে তারা চলে যায়। পরে তারা ১৫/২০ জন বহিরাগতদের নিয়ে এসে স্কাউট ক্যাম্পে অতর্কিত হামলা চালায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২০ ডিসেম্বর থেকে জেলার ১০টি কলেজ থেকে ৬২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে রোভার স্কাউট ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার ২৪ (ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পিসি/