ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানের পর সন্ত্রাস দমন আইনে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দক্ষিণ খান থানায় এ মামলাটি দায়ের করেন।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পলাতক জঙ্গি মাইনুল ইসলাম মুসা, নিহত দুইজন ও আত্মসমর্পণকারী ৪ জনকে এই মামলার আসামি করা হয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে ‘অপারেশন রিপল ২৪’ নামে ১৬ ঘণ্টার অভিযানে নিহত হন দুই ‘জঙ্গি’। তাদের মধ্যে এক নারী ‘জঙ্গি’ আত্মঘাতী হামলায় নিহত হন। এছাড়া দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন। আহত এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযানে ঘটনাস্থল থেকে ১৯টি গ্রেনেড, ৩টি পিস্তল ও ২টি সুইসাইডাল ভেস্টসহ বেশকিছু সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। পরে বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডগুলো দিনভর দফায় দফায় নিস্ক্রিয় করে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এসজেএ/পিসি/