ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দু’শ’ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সিগারেটগুলো জব্দ করা হয়।
রাত তিনটার দিকে পরিত্যক্ত তিনটি ব্যাগেজ পাওয়া যায়। শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে এগুলো ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। পরে দেখা যায়, এর ভেতর আমদানি নিষিদ্ধ ৪০ হাজার সিগারেট শলাকা রয়েছে। শুল্কসহ যার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে বাংলানিউজকে জানিয়েছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
গোয়েন্দা বিভাগ আরও জানায়, তিনটি ব্যাগে সিগারেটগুলো লুকানো ছিলো। এর মধ্যে দু’টিতে যাত্রীর ট্যাগ পাওয়া গেছে, লাগেজের ট্যাগ অনুযায়ী যাত্রী শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
অারইউ/এসটি/জেডএস