দক্ষিণখানের এই বাড়ি থেকেই ওই দুই নারী জঙ্গিকে আটক করা হয়। ছবি: শাকিল আহমেদ
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা থেকে আটক দুই নারী জঙ্গিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
ঢাকা: রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা থেকে আটক দুই নারী জঙ্গিকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে দু’জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহের নিগার সূচনার আদালতে তোলা হয়।
কিছুক্ষণের মধ্যেই এ আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমআই/এইচএ/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।