মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পারের অপেক্ষায় থাকা যাত্রীরা।
রোববার (২৫ ডিসেম্বর) মধ্যরাত থেকে সোমবার (২৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত টানা সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিকেলে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে ছোট বড় মিলে কমপক্ষে আট শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তবে জরুরী পণ্যবাহী ট্রাকগুলো বাসের সঙ্গে পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের যানবাহন ও যাত্রী পারাপারে ছোট বড় মিলে মোট ১৩টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি