ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইউএন’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
রূপগঞ্জে ইউএন’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়িয়ার টেক এলাকার মোবারক হোসাইনের মেয়ে বৃষ্টি আক্তারের (১১) সঙ্গে পাতিরা এলাকার বকু মিয়ার ছেলে নাদিম মিয়ার (২০) বিয়ে ঠিক হয়।   খবর পেয়ে দুপুরে ইউএনও ফারহানা ইসলাম রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হককে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। পরে ওসি বৃষ্টিদের বড়িতে গিয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।