মৌলভীবাজার: জেলার বিভিন্ন জায়গায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিতে শীতের দাপট বেড়েছে মৌলভীবাজারে। সঙ্গে বইছে ঠাণ্ডা হাওয়া।
সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে।
এদিকে বৃষ্টিপাতে শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া অধিদফতর বলছে, এই বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।
জেলার বিভিন্ন এলাকায় ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। বৃষ্টির প্রভাবে শীত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, জানায় অধিদফতর।
বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/এটি