ঢাকা: বর্তমানে বাংলাদেশের মিডিয়া সুবর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে বৈশাখী টেলিভিশনের ১২ বছর পূর্তির অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
স্পিকার বলেন, গণমাধ্যমে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, যাতে দেশের মানুষ উপকৃত হয়। বর্তমানে দেশের মিডিয়া সবর্ণ সময় পার করছে। আমরা আশা করবো গঠনমূলক সমালোচনার মাধ্যমে বৈশাখীসহ দেশের অন্য গণমাধ্যম দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।
শুভেচ্ছা জানাতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময় থেকে গণমাধ্যম দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। আমরা আশা করবো ভবিষ্যতে আমাদের গণমাধ্যমগুলো গণতন্ত্রের জন্য কাজ করবে। বৈশাখী টিভির ১২ বছর পূর্তিতে শুভেচ্ছা।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর ১২ বছর পূর্তি উপলক্ষে সকাল থেকে দেশের রাজনীতিবিদ, অভিনেতা, সাংবাদিক, শিল্পপতিরা আসেন শুভেচ্ছা জানাতে।
দুপুর ১২টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অা ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
ইউএম/এএ