ঢাকা: রাজধানীর উত্তর কাফরুলে জুয়েল (৪৭) ও যাত্রাবাড়িতে স্মৃতি আক্তার (১৪) নামের ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ডিসেম্বর ২৭) সকাল ৬ টার দিকে উত্তর কাফরুলের ৪৯৬/৩ নাম্বার ৬ তলা বাসার ছাদ থেকে পড়ে আহত হন জুয়েল।
মৃত জুয়েলের মানসিক সমস্যা ছিলো উল্লেখ করে সে কিভাবে ছাদ থেকে পড়ে গেল তা জানেন না বলে দাবি করেছেন তার ছোটো বোন।
অপরদিকে যাত্রাবাড়ি নামাপাড়া ছোবাপট্টি রেললাইন বস্তিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয় স্মৃতি আক্তার (১৪) নামের এক কিশোরী মৃতদেহ।
সোমবার দিবাগত রাত ২টার দিকে সে ঘরের ভেতর বাঁশের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় বলে দাবি করেছে পরিবারের লোকজন।
উদ্ধার করে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৪ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্মৃতির বড় বোন আফসানা আক্তার বলেন, ‘আমাদের বাবা আব্দুল হালিম অনেক আগেই মারা গেছে। মা মমতাজ বেগমসহ ৩ ভাই ৩ বোন মিলে রেল লাইন বস্তিতে থাকতাম। স্মৃতি খুব জেদি ছিল। পড়ালেখাও করতো না। কারো কথাও শুনতো না। কি কারণে ফাঁসি দিয়েছে তা আমরা বলতে পারি না। ’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এজেডএস/আরআই