ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৫০ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বরগুনায় ৫০ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন বরগুনায় ৫০ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধন

বরগুনায় ৫০ দিনব্যাপী আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বরগুনা: বরগুনায় ৫০ দিনব্যাপী আইসিটি (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলোজি) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বরগুনার জেলা প্রশাসক ডা. মহা. বশিরুল আলম এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

বরগুনার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক, শিক্ষা-আইসিটি) মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল্লাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু, জেলা প্রশাসনের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ।

আইসিটি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় বরগুনায় ৫০ দিনব্যাপী এ প্রশিক্ষণে বরগুনার ১৬০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চুড়ান্তভাবে বাছাইকৃত এসব প্রশিক্ষণার্থীদের প্রতিদিন চার ঘণ্টা করে মোট ২০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।