ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুখ্যসচিব কামাল চৌধুরীকে এক বছরের চুক্তিতে নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
মুখ্যসচিব কামাল চৌধুরীকে এক বছরের চুক্তিতে নিয়োগ

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে আগামী এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে...

ঢাকা: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে আগামী এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর বা তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মুখ্যসচিব নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


 
জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী (অবসর) আইন অনুযায়ী গত ২২ ডিসেম্বর কামাল চৌধুরীকে চাকরি থেকে অবসর দিয়ে ১৮ মাসের পিআরএল মঞ্জুর করে আদেশ জারি করে।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব হিসেবে কামাল চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী সম্পাদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে।
 
গত ২৭ নভেম্বর মুখ‌্যসচিবের পদে নিয়োগ পান কামাল চৌধুরী।

তিনি ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের কর্মকর্তা। বিভিন্ন সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।