ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে চাকরি স্থায়ী করার দাবি নকল নবিসদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
কুড়িগ্রামে চাকরি স্থায়ী করার দাবি নকল নবিসদের ছবি: কুড়িগ্রামে চাকরি স্থায়ী করার দাবিতে নকল নবিসদের অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ

চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা। 

কুড়িগ্রাম: চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা।  

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন-নকল নবিস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. নূরন্নবী সরকার, সহ-সভাপতি দিলীপ কুমার, ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি হায়দার আলী, রাজারহাট উপজেলার সভাপতি লাভলু মিয়া, নাগেশ্বরী উপজেলা সভাপতি জিয়াউল হক, উলিপুর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।  

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর প্রতি তাদের চাকরি স্থায়ী করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।