ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ার নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
কাপাসিয়ার নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৫ নৌকাডুবির ঘটনাস্থলে মানুষের ভিড়

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন।

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে এদুর্ঘটনা ঘটে।

৫ জনের মরদেহ উদ্ধার কাজ শেষ করেছে ডুবুরী দল ও স্থানীয়রা।  

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর থানার পাড়াতুল এলাকার বাবুল মিয়ার ছেলে আতিক (২৫), একই থানার মধ্যনগর এলাকার ননি খাঁনের ছেলে তাজিম খাঁন (২১) ও আলীনগর এলাকার নূর মোহাম্মদের স্ত্রী কোহিনুর বেগম (৩০), লাকপুর এলাকার হাছেন আলীর ছেলে আশু মিয়া (৪৫) ও  পাড়াতুল এলাকার তারা মিয়ারর ছেলে আব্দুল কাইয়ুম মিয়া (১৭)।  

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া জানান, নরসিংদীর শিবপুর থানার বিভিন্ন এলাকা থেকে ২০-২৫ জন কাপাসিয়ায় তারাগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠানে আসছিলো। পরে কাপাসিয়া তারাগঞ্জ বাজার এলাকায় শীতলক্ষ্যা নদী পার হওয়ায় সময় তাদের ইঞ্জিন চালিত খেয়া নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়। এসময় স্থানীয়রা ও ডুবুরীদল উদ্ধার কাজ শুরু করে মধ্যে রাত পর্যন্ত নদী থেকে ৫ জনের লাশ উদ্ধার করে। যারা নদী থেকে সাঁতরে উঠে আসছিল তারা পুলিশের সঙ্গে যোগাযোগ না করায় ১০-১৫ জন নিখোঁজ ছিল বলে জানা যায়। তাদের সন্ধান পাওয়ায় উদ্ধার অভিযান রাতেই শেষ হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খেয়া নৌকা ডুবির ঘটনায় ৫ জনের জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তালিকায় কেউ না থাকায় রাতেই উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

**কাপাসিয়ায় নৌকাডুবে নিহত বেড়ে ৪
**কাপাসিয়ায় নৌকা ডুবে নিহত দুই

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।