শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিট (১ জানুয়ারির প্রথম প্রহর) বাজতেই যেমন নগরবাসী নিজেদের বাসার ছাদে, উঠোনের আঙিনায় ফানুস উড়িয়ে, আতশবাজি ফাটিয়ে বর্ষবরণ করেছেন, তেমনি বর্ণিল আয়োজন ছিল পাঁচতারকাসহ রাজধানীর অভিজাত হোটেলগুলোতেও।
রাত ৯টার পর থেকে মধ্যরাত পর্যন্ত একাধিক হোটেল ঘুরে দেখা যায়, বিশেষ আয়োজনে উদযাপন হচ্ছে থার্টি ফার্স্ট নাইট।
থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে ধানমন্ডি, মিরপুর, বনানী, গুলশান ও বারিধারাসহ রাজধানীজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া এসব এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যেকটি গাড়ি কয়েকস্তরের নিরাপত্তা তল্লাশি শেষে যাওয়ার অনুমতি পাচ্ছে।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইন-শৃঙ্খলা বাহিনীর নির্দেশনায় এবার রাজধানীতে উন্মুক্ত কোনো স্থানে থার্টি ফার্স্ট নাইটের কোনো ধরনের অনুষ্ঠান হয়নি। কিন্তু চার দেয়ালের ভেতরে ঠিকই উৎসবের আমেজে বরণ হলো নববর্ষ ২০১৭।
বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসজে/এইচএ/