বরিশাল: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা নদী সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে দুই ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে।
রোববার (০১ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে দোয়ারিকা এলাকার মিল্টন আকনের মেসার্স আকন ব্রিকস ও সোহরাব হোসেন রব’র মেসার্স সনি ব্রিকসকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন করা, ইটপোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এ জরিমানা করা হয়। এছাড়া ড্রাম চিমনিটিও ভেঙে ব্যবহার অনুপযোগী করে দেওয়া হয়।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় অভিযানে নেতৃত্ব দেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এমএস/এনটি/আরএ