সোমবার (০২ জানুয়ারি) ভোরে শুকুরেরহাটের ভেলুয়া ব্রিজে এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাহাত হোসেন নামে ওই ডাকাতকে একদিন আগে (রোববার) গ্রেফতার করা হয়।
সহযোগী ডাকাতদের গুলিতেই রাহাত মারা গেছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআই স্বপন ও কনস্টেবল মোমিন আহত হন।
নিহত রাহাত মিঠাপুকুর উপজেলার বুজরুক সন্তোষপুর গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১০টায় ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
আরআর/এমজেএফ