ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাইবা রুটি মেকারের নাম ভাঙিয়ে ক্রেতা ঠকানোর অভিযোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
লাইবা রুটি মেকারের নাম ভাঙিয়ে ক্রেতা ঠকানোর অভিযোগ 

ঢাকা: দেশে প্রথম কাঠের তৈরি লাইবা রুটি মেকার নকল করে কেউ কেউ বাজারজাত করছে। নকল এসব রুটি মেকার দিয়ে সঠিকভাবে রুটি তৈরি হয়না। লাইবা আসল রুটি মেকার দেখে কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন এর উদ্ভাবক হুমায়ুন কবীর।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ ও আহ্বান জানান তিনি।  

হুমায়ুন কবীর ২০১১ সালে প্রথম রুটি তৈরির কাঠের যন্ত্র উদ্ভাবন করেন।

 
 
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার পেটেন্ট অনুসরণ না করে বাজারে একই নাম দিয়ে নিম্নমানের রুটি মেকার বিক্রি হচ্ছে।  

‘কে বা কারা আমাদের নাম ভাঙিয়ে ক্রেতাদের কাছে এ মেশিন বিক্রি করে তাদের ঠকাচ্ছে’-এমন অভিযোগ করেন তিনি।  

তিনি আরো বলেন, অনেকে নকল করার চেষ্টা করছেন, কিন্তু সঠিক  পদ্ধতি না জানায় হুবহু বানাতে পারছেন না।

প্রয়োজনে যারা এটি তৈরির পদ্ধতি শিখতে চান তাদের প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা পোষণ করেন হুমায়ুন কবীর।  

গত বছর বাণিজ্য মেলায় স্টলের মাধ্যমে অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছেন। এবারও বাণিজ্য মেলায় ৩৭ নম্বর  স্টলে তারা  প্রদর্শন  ও বিক্রি করছেন লাইবা রুটি মেকার।  

হুমায়ুন কবীর বলেন, লাইবা রুটি মেকার প্রযুক্তি বিকাশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।