ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ৩ ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
হাতিয়ায় ৩ ইটভাটা মালিককে জরিমানা

নোয়াখালী:  নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশ দুষণ করার দায়ে ৩টি ইটভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (০২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মনজুরুল হক এ জরিমানা করেন।

এসময় মহিউদ্দিন মাঝি ইটভাটার মালিক ফরহাদ উদ্দিনকে দেড় লাখ টাকা, রহমত মুহুরি ইটভাটার মালিক রহমত মোহরারকে ১ লাখ ২০ হাজার ও মোজাহের উদ্দিন ইটভাটার মালিক বাবুল উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।



ভ্রাম্যমান আদালত স‍ূত্র জানায়, সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর  ও উপজেলা প্রশাসন যৌথভাবে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে।

অবৈধভাবে কাঠ পুড়িয়ে পরিবেশ দুষণ করার দায়ে ৩টি ইটভাটার (ব্রিকফিল্ড) মালিককে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।