পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে শনিবার (৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় এ ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
সকাল থেকে জেলার বিভিন্ন মোড়ে পরিবহন শ্রমিকদের পিকেটিং করতে দেখা গেছে।
পুলিশ সুপার মো. শাহ জালাল বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিছু সদস্যের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এসময় ভাঙচুর করা হয় কয়েকশ’ গাড়ি ও দোকানপাট। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক আহত হন। এর প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
বিএসকে/এসআই