শনিবার (০৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, এম ইউ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুছ মাস্টার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ঝাড়ু সমর্থিত দু’টি প্যানেল নির্বাচনে অংশ নেন। সকালে ভোট শুরু হওয়ার পর দু’গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় বিদ্যালয় সংলগ্ন বাজারের চার-পাঁচটি দোকান ভাংচুর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। খবর পেয়ে নির্বাচন কর্মকর্তা উপজেলা ভূমি সহকারী কমিশনার আনোয়ারুল আজম ঘটনাস্থলে এসে নির্বাচন স্থগিত করে দেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এনটি/এসএনএস