ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি গঠন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি গঠন

হাফিজুর রহমান রানাকে সাধারণ সম্পাদক ও কাব্য কৃত্তিকাকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৭ সালের জন্য জাহাঙ্গীরনগর থিয়েটারে (টিএসসি) ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: হাফিজুর রহমান রানাকে সাধারণ সম্পাদক ও কাব্য কৃত্তিকাকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৭ সালের জন্য জাহাঙ্গীরনগর থিয়েটারে (টিএসসি) ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

 রোববার (৮ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০১৭ সালের জন্য জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করেছে।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, এ্যাথিনা অরোরা তীর্থ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান, সহ-অর্থ সম্পাদক উম্মে হানী, দপ্তর সম্পাদক সাইমুম ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ মল্লিক, প্রচার সম্পাদক শাহিনুর রহমান ও সহ-প্রচার সম্পাদক নূর ই জান্নাত রিতু।

কার্যকরী সদস্য সলিমুদ্দীন সেলিম, দেলোয়ার হোসেন, ফারুক মাহমুদ অভি, পল্লব বসু, তাসনুভা তাজিন ইভা, সানি ও মোকাররব ফাহিম।

এছাড়া থিয়েটারের নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক একেএম শাহনাওয়াজ, সহ-সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক এমএম ময়েজউদ্দীন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।