রোববার (০৮ জানুয়ারি) ৠাব-১০ এর দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ৠাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।
তিনি জানান, রহমতগঞ্জ ও লালবাগ এলাকায় রেজিস্ট্রেশনবিহীন দু’টি ভেজাল কসমেটিক্স পণ্য উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া যায়।
এমন অভিযোগে ‘এ কসমেটিক্স বিডি’ কারখানার স্বত্ত্বাধিকারী ইয়াসিন মিয়াকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কারখানার ১০ লাখ টাকার কসমেটিক্স পণ্য ধ্বংস করা হয়।
এছাড়া, ‘আলী বকস্ কসমেটিক্স কো.’ নামে অপর এক কারখানার স্বত্ত্বাধিকারী কুলছুম বেগমকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদাণ্ড প্রদান করা হয়। এ সময় ওই কারখানার ৩০ লাখ টাকার পাউডার জাতীয় কসমেটিক্স ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিএম/জেডএস