আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি বলেন, বিএনপিকে দুর্বল ভাবলে ভুল করবেন। বিএনপি সব সাম্প্রদায়িক দলের প্লাটফর্ম।
রোববার (০৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার প্রস্তুতি হিসেবে ঢাকা-১২ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপত্বি করেন আসনটির সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
কর্মীসভায় ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে আরও বলেন, ব্যর্থতায়, হতাশায় এ দলটি এখন বেপরোয়া। কিন্তু আপনারা (আওয়ামী লীগ কর্মী) বেপরোয়া হবেন না। বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, তো ভুল করবেন। রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে। নির্বাচনে আমরা তো জিতেই যাবো, এটা মনে করা ঠিক হবে না। এসব মনে করে আত্ম-তুষ্টিতে থাকলে ভুল করবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমরা জিতেছি কিন্তু বিএনপি ৮০ হাজার ভোট পেয়েছে।
নিজ দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা যা উন্নয়ন করেছেন তা বিশ্বের বিস্ময়। উন্নয়ন আর দরকার নেই, উন্নয়ন অনেক হয়েছে। যে প্রকল্পগুলো চলছে সেগুলো শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। নতুন প্রকল্পের আর দরকার হবে না। নেত্রীর এই অর্জন খারাপ আচরণ করে ম্লান করে দেবেন না। মানুষ এখন কিছু বলবে না, কারণ আপনারা ক্ষমতায় আছেন। নির্বাচন এলে মানুষ ব্যালটের মাধ্যমে শাস্তি দেবে। মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন এই দিন, দিন না, আরো দিন আছে। ’
আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন, ‘শেখ হাসিনার বড় শত্রু কী? তার জনপ্রিয়তা। বেশি জনপ্রিয় হলে শত্রু বেড়ে যায়। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগকেও জনপ্রিয় করতে হবে। একটি শক্তিশালী দল গঠন করে আগামী নির্বাচনেও বিজয়ী হতে চাই। এলোমেলো দল নিয়ে নির্বাচনে যেতে চাই না। একটি সুশৃঙ্খল দল নিয়ে নির্বাচনে যেতে চাই। ’
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাস্তা বন্ধ করে মিছিল না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মিছিলের উত্তেজনায় জনগণকে দুর্ভোগে ফেলবেন না। মিছিলের সময় সুশৃঙ্খল থাকতে হবে, রাস্তায় জাগায় খালি রাখতে হবে যাতে যানবাহন চলতে পারে। মিছিলের কারণে যানবাহন আটকে গেলে গাড়িতে, অ্যাম্বুলেন্সে মানুষ অসহায় হয়ে তাকিয়ে থাকে। মিছিল করতে গিয়ে মানুষকে, আমাদের ভোটরদের কষ্ট দেবেন না, এই ভুল করবেন না।
রাস্তার বিলবোর্ড নামাতে বললে জনগণ শোনে, কিন্তু আমাদের নেতাকর্মীদের অনেকে তা শোনে না। এই মানসিকতা পরিহার করতে হবে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘শেখ হাসিনার বিকল্প কেউ নেই। তিনি ২০০৮ সালের নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের একমাত্র লক্ষ্য হতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসকে/টিআই