ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সিরাজগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেম আলী (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলা কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে তার মৃত্যু হয়। মাজেম আলীর বাড়ি শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি গ্রামে।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার আল মামুন বাংলানিউজকে জানান, ১৫ নভেম্বর কারান্তরীণ হন মাজেম আলী। অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত থাকায় তিনি কারা হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

সকালে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বিকেলে পরিবারের হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, দুগ্ধ খামারি মাজেম আলী প্রায় ১৫ লাখ টাকার ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে দু’টি মামলা করা হয়। মামলার শুনানি শেষে আদালত তাকে এক বছর তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। ১৫ নভেম্বর শাহজাদপুর থানা পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠায়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।