রোববার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর উচ্চ বিদ্যালয়ের ৫০তম রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী এসময় বলেন, বঙ্গবন্ধুর অসামপ্ত কাজ সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, বিগত নির্বাচনে আপনারা অংশগ্রহণ না করে ভুল করেছেন। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে আপনারা জনসমর্থন হারিয়েছেন। আগামীতে ক্ষমতাসীন দলের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আপনাকে সেই নির্বাচনে আসতে হবে।
উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে তাকে ভোট দিবেন যিনি সরকারের দেওয়া অর্থ ছাড়াও নিজের অর্থ ব্যয় করে জনগণের সেবা করতে পারেন, উপস্থিত সবার প্রতি এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী এসময় কেরাণীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
বক্সনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে রজতজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবিনা আক্তার তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম খলিল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসআই