ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংসদ এলাকায় ৩৪ গাড়িকে জরিমানা, আইন মানতে সতর্কতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সংসদ এলাকায় ৩৪ গাড়িকে জরিমানা, আইন মানতে সতর্কতা বাহনগুলোকে ভবিষ্যতে আইন মানার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, একইসঙ্গে করা হয়েছে সতর্কও। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সড়কে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে ৩৪টি গাড়িকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভবিষ্যতে আইন মানতে সতর্কতা দেওয়া হয়েছে গাড়িগুলোর চালকদের।

সোমবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুস সালামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলছে। এতে সহযোগিতায় রয়েছে শেরেবাংলা নগর থানা।

এছাড়াও আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্জেন্ট শিল্পী আক্তার। বাহনগুলোকে ভবিষ্যতে আইন মানার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, একইসঙ্গে করা হয়েছে সতর্কও।                                          ছবি: জিএম মুজিবুরভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল ১০টার পর থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত মোট ৩৪টি গাড়ি আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি বাস, ২০টি মোটরসাইকেল, ৮টি সিএনজি, ২টি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ও একটি লরি। এই বাহনগুলোর কোনোটির লাইসেন্স নেই, কোনোটির হেলমেট নেই, কোনোটিতে বিধিবহির্ভূত আরোহী (মোটরসাইকেলের ক্ষেত্রে)। বাহনগুলোকে ভবিষ্যতে আইন মানার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, একইসঙ্গে করা হয়েছে সতর্কও।  ছবি: জিএম মুজিবুরতারা আরও জানান, আটক এসব বাহনকে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত জরিমানা আদায় হয়েছে ১৫ হাজার ৮০ টাকা। সামান্য এ জরিমানার পর বাহনগুলোকে ভবিষ্যতে আইন মানার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, একইসঙ্গে করা হয়েছে সতর্কও।

অভিযান বেলা ২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকা কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
জিএমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।