ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের পর্যবেক্ষক হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের পর্যবেক্ষক হলো বাংলাদেশ বাংলাদেশের পতাকা ও ওএএস’র লোগো

ঢাকা: যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক আঞ্চলিক সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে বাংলাদেশ। 

সংগঠনটির মহাসচিব লুইস আমগ্রো পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে দেওয়া এক চিঠিতে এ সম্মাননার কথা জানান। সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগ।

ওএএস মহাসচিব চিঠিতে বলেন, আমি আশা করি এই সম্মাননা পাওয়ার পর বাংলাদেশ এবং আমাদের সংগঠনের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে। এতে উপকৃত হবে বাংলাদেশ ও আমেরিকা অঞ্চলের জনগণ।

পারস্পরিক সমঝোতা ও সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে লাতিন আমেরিকার ২০টি দেশ নিয়ে ১৯৪৮ সালে যাত্রা করে ওএএস। এখন ওই ২০টি সদস্য দেশ ছাড়াও উত্তর ও মধ্য আমেরিকার এবং ক্যারিবিয়ান অঞ্চলের বেশ কিছু দেশ মিলিয়ে ৩৫ রাষ্ট্রের বৃহৎ এক সংগঠন এটি।  

এই সংগঠনটির স্থায়ী পর্যবেক্ষক হিসেবে কাজ করছে বিশ্বের ৭২টি দেশ। সেই দেশগুলোরই একটি হিসেবে এ মর্যাদা লাভ করলো বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭/আপডেট ১৪০০ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।