প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।
এছাড়া কুমিল্লা জেলায় ‘লালমাই’ নামে নতুন একটি উপজেলা এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারি ইউনিয়নকে পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে ওই সভায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানি উপজেলা নামকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এটা পূর্বে এই (ইন্দুরকানি) নাম ছিল। সমস্যা হলো, থানার নাম ইন্দুরকানি এবং উপজেলার নাম জিয়ানগর হয়ে গেছে। দু’টো দুই রকম, বলেন মোহাম্মদ শফিউল আলম।
২০০২ সালে ১৭ এপ্রিল জিয়ানগর নামে নতুন প্রশাসনিক উপজেলা সৃষ্টি করা হয়েছিল বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন জনগণ চাচ্ছে যে পুরনো নামে ফেরত যাবে। জনগণের দাবির প্রেক্ষিতে এই প্রস্তাবটা এসেছে এবং অনুমোদন দেওয়া হয়েছে।
২০০২ সালে জিয়ানগর নামকরণের সময় সাধারণ মানুষের দাবি ছিল কিনা এবং নামকরণ কিভাবে হয়েছিল- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডকুমেন্টে এটা আমাদের কাছে তথ্য নাই।
জিয়ানগর কোন জিয়ার নামে নাম করা হয়েছে- প্রশ্নে তিনি বলেন, এই তথ্যগুলো আসলে এখানে নাই।
“এটা কি মেজর জিয়া, যিনি সুন্দরবনে কাজ করেন, তার নামে না অন্য কারো নামে…। ” (এ সময় সাংবাদিকরা হেসে উঠেন)
২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে বিএনপি-জামায়াতের শাসনামলে ইন্দুরকানি উপজেলা গঠন করা হয়।
জাতীয় তথ্য বাতায়নে জিয়ানগর উপজেলার পটভূমি সম্পর্কে বলা হয়েছে, পিরোজপুর জেলার সদর উপজেলার সাথে এটি একীভূত ছিল। পরবর্তীতে ২০০২ সালের ২১ এপ্রিল এটি উপজেলা ঘোষণার পর তিনটি ইউনিয়ন নিয়ে জিয়ানগর উপজেলার কার্যক্রম চালু হয়।
তথ্য বাতায়নের তথ্যমতে, পিরোজপুর জেলা সদর হতে ১৫ কিলোমিটার দূরে এই উপজেলার আয়তন ৯২ দশমি ৫৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৭৭ হাজার ৬৭৪ জন।
‘লালমাই’ নামে নতুন উপজেলা
কুমিল্লা জেলায় ‘লালমাই’ নামে নতুন একটি প্রশাসনিক উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে নিকার। এটি হবে দেশের ৪৯১তম উপজেলা।
সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে আটটি এবং লাকসাম উপজেলার একটিসহ মোট নয়টি ইউনিয়ন নিয়ে নতুন এই উপজেলা গঠিত হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
জয়নগর মৌজায় জয়নগর গ্রামে হেড কোয়ার্টার (উপজেলা সদর) প্রস্তাব করা হয়েছে বলেও তিনি জানান।
দুই লাখ ২০ হাজার ৩২ জন জনসংখ্যার এই উপজেলার আয়তন হবে ১৪৭ দশমিক ০৩ বর্গ কিলোমিটার।
দোহাজারি পৌরসভা
দোহাজারি ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন দোহাজারি রেলস্টেশন সংলগ্ন ইউনিয়ন একটা বেশ বড় জনপদ। এটাকে পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন হয়েছে। এখানে পৌরসভার চেয়ে বড় অবকাঠামো হয়ে গেছে।
পৌরসভার জন্য কমপক্ষে ৫০ হাজার লাগলেও এখন জনসংখ্যা ৫৬ হাজার ৬৩৩ জন এবং ৭৬ শতাংশ অকৃষি জমি।
পৌরসভার আয় কমপক্ষে ২০ লাখ টাকা তিন বছরে হতে হবে, সেটা ৭২ লাখ ১৩ হাজার টাকা। সে হিসাবে মন্ত্রিসভা বলেছে পৌরসভা হওয়া সমীচীন।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭/আপডেট: ১৫২৩ ঘণ্টা
এমআইএইচ/বিএস/এমজেএফ