ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরিকাল ৬ বছর হলেই আনসার সদস্য স্থায়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
চাকরিকাল ৬ বছর হলেই আনসার সদস্য স্থায়ী আনসার বাহিনীর লোগো

ঢাকা: আনসার সদস্যদের চাকরিতে স্থায়ী হওয়ার জন্য সময় কমিয়ে এনে ‘ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ১৯৯৫ সালের আইনে শুধু একটি ধারা ৬ এর ‘ক’ সংশোধন করা হয়েছে।

‘এখানে বলা হয়েছে, একজন আনসার সদস্য ৯ বছর কাজ করলে তিনি স্থায়ী পদে আসার যোগ্য হবেন। সংশোধন করে ৯ এর জায়গায় ৬ হবে। ’

অর্থাৎ উনাদের চাকরি স্থায়ীকরণের জন্য যে শর্ত ছিল সেটা ৯ এর জায়গায় ৬ বছর হলে উনারা স্থায়ী হবেন। অর্থাৎ তিন বছর কমানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭

এমআইএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।