ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্তমানে হাসপাতালে নার্স সংকট নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বর্তমানে হাসপাতালে নার্স সংকট নেই বর্তমানে হাসপাতালে নার্স সংকট নেই-স্বাস্থ্যমন্ত্রী-ছবি: বাংলানিউজ

বরিশাল: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমানে হাসপাতালে নার্স সংকট নেই। সম্প্রতি ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে একসঙ্গে ছয় হাজার চিকিৎসকও নিয়োগ দেওয়া হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বরিশালের বাবুগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ সজ্জায় উন্নিতকরণ ও ১০ সজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করে।

কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। এর পর সেখানে গরু-ছাগল চড়ানো হতো। পরে ২০০৯ সালে আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করে। এ সরকারের আমলে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, বরিশালের ডিআইজি শেখ মো. মারুফ হাসান। তিনি ঢাকার হলি আর্টিজানে হামলার ঘটনার সাক্ষী। তারা নিজের জীবন বাজি রেখে জঙ্গিদের মুখোমুখি হয়েছেন সেদিন। পুলিশের সদস্যরা জীবন দিয়ে শোলাকিয়ায় লাখ মুসল্লিকে বাঁচিয়েছে।  

তিনি বলেন, এ সরকার জঙ্গি দমন করছে, কোথাও জঙ্গিদের উত্থান হতে দেয়নি। কিন্তু খালেদা জিয়া বলছে, জঙ্গিদের খতম করা যাবে না। দেখুন যে জঙ্গিরা মারা যাচ্ছে, তাদের মরদেহ পর্যন্ত স্বজনরা নিতে আসছে না। মা-বাবা বলছেন এরা আমাদের সন্তান না।

মন্ত্রী বলেন, বাবুগঞ্জে আমি প্রথম এসেছি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ভাষণ দেখেছেন, দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবার সহায়তা চেয়েছেন তিনি। আগে দেশে মানুষের গড় আয়ু ছিল ৬০/৬১ বছর এখন তা ৭১ এ দাঁড়িয়েছে। আগে খাম্বা বসতো কিন্তু বিদ্যুৎ আসতো না, কিন্তু এখন বিদ্যুৎ এসেছে। শিল্পমন্ত্রী বলেছেন, পদ্মাসেতু হলে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চল সিঙ্গাপুর হয়ে যাবে, পদ্মাসেতুর কাজও এগিয়ে চলেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, রাশেদ খান মেননকে কেন মন্ত্রী বানানো হয়েছে। প্রধানমন্ত্রী জানেন তিনি সৎ ও যোগ্য লোক। তিনি বিমান ও পর্যটনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সবাইকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচন আবার এসে গেছে, ২০১৯ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। এসময় তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি যেন আর ট্রেন মিস না করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মাহি, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মো. মারফ হাসান ও বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।