ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করছে চীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করছে চীন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন। ছবি: সুমন

ঢাকা: বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চীন সহযোগিতা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে ঘোষিত ‘২০১৭: বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ এর বার্ষিক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আকতারী মমতাজ বলেন, বাংলাদেশের উন্নয়নে স্বাধীনতার সময় থেকে চীন আমাদের সহযোগিতা করে যাচ্ছে।

দু’দেশের মধ্যে সম্পর্ক আরও বেশি অটুট হয়েছে। যার জন্য আজ চীনের ৩৫ সদস্য বিশিষ্ট একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।  

এছাড়া চীনা প্রতিনিধি দল আগামী ১৫ ও ১৬ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। ১৫ জানুয়ারি প্রথম অনুষ্ঠানটির উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করবে। এছাড়া চীন বরাবরই বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ উন্নয়নের অংশীদার। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কসহ চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যার ফলশ্রুতিতে গত বছরের শেষ দিকে চীনের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেন। যার দরুণ চীনা প্রতিনিধি দল বাংলাদেশে এই সফর করছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াং শি চাও, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপের সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।