ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় ছয় মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বিশ্ব ইজতেমায় ছয় মুসল্লির মৃত্যু ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিরা, ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে এ পর্যন্ত ছয়জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত তাদের মারা যাওয়ার খবর পাওয়া যায়। এছাড়া ইজতেমায় এসে বেশ কিছু মুসল্লি অসুস্থ হয়েছেন বলেও জানা গেছে।

 

নিহতরা হলেন, ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর এলাকার বাবুল মিয়া (৬৫), মানিকগঞ্জের সাহেব আলী (৪০), কক্সবাজারের হোসেন আলী (৬০), সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা এলাকার আব্দুস সাত্তার (৬৫), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নিজবন্নী এলাকার জানু ফকির (৬৮) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হক (৬০)।

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জানু ফকির, ফজলুল হক ও  আব্দুস সাত্তার বৃহস্পতিবার এবং সাহেব আলী, হোসেন আলী ও বাবুল মিয়া রাতে আর শুক্রবার সকালে মারা যান। তারা সবাই অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।