ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে এখন আর ছোট করে দেখার কিছু নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বাংলাদেশকে এখন আর ছোট করে দেখার কিছু নেই প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশকে এখন আর ছোট করে দেখার কিছু নেই। আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি।

এছাড়া বাংলাদেশের মানুষ যেন আত্মনির্ভরশীল হতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পরিবারের সদস্য মনে করেন। আর পরিবারের প্রতিটি সদস্য যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করছেন তিনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।

পরে শিল্পমন্ত্রী উপজেলা সিদ্ধকাঠি ইউনিয়নের গোচরা থেকে বাকরকাঠি পর্যন্ত এলজিইডির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এছাড়াও তিনি সিদ্ধকাঠি ইউনিয়ন ও সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএস/এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।