ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

বগুড়া: আসন্ন বগুড়া প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে ২১টি পদের বিপরীতে মোট ৫৯ জন প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত এ মনোনয়নপত্র দাখিল করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু, সদস্য জিয়া শাহীন ও আব্দুস সালাম বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ সভাপতি পদে প্রার্থীরা হলেন- মোজাম্মেল হক, মাহমুদুল আলম নয়ন, ইকবাল মোর্শেদ রিপন, রেজাউল হাসান রানু, বাদল চৌধুরী ও সবুর শাহ লোটাস। সহ-সভাপতি ৩টি পদে জিয়া শাহীন, সৈয়দ ফজলে রাব্বী ডলার, আব্দুস সালাম বাবু, চপল সাহা, মীর্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু ও ইকবাল মোর্শেদ রিপন। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ঠান্ডা, আরিফ রেহমান, মহসিন আলী রাজু ও সবুর শাহ লোটাস। যুগ্ম সাধারণ সম্পাদক ২টি পদে নাজমুল হুদা নাসিম, জিএম সজল, মমিনুর রশিদ সাইন ও গণেশ দাস। দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল ও মাহফুজ মন্ডল। কোষাধ্যক্ষ পদে কালাম আজাদ, মমিনুর রশিদ সাইন ও আবুল কালাম আজাদ। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এইচ আলিম, শাহ মো. ইলিয়াস লেলিন ও সাইফুল ইসলাম। ক্রীড়া সম্পাদক পদে আমিনুল ইসলাম মুক্তা ও মোস্তফা মোঘল। পাঠাগার সম্পাদক পদে নাজমুল হুদা নাসিম, শাহীনুর রহমান বিমু, জাফর আহমেদ মিলন ও মাহফুজ মন্ডল।
 
এছাড়াও নিবার্হী সদস্য ৯টি পদে কালাম আজাদ, তানসেন আলম, আরিফ রেহমান, এএইচএম আখতারুজ্জামান, সাজ্জাদ হোসেন পল্লব, রেজাউল হাসান রানু, সাইফুল ইসলাম, লিমন বাসার, আমজাদ হোসেন মিন্টু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, জেএম রউফ, মোস্তফা মোঘল, মমিনুর রশিদ সাইন, সবুর আল মামুন, শাহ মো. ইলিয়াস লেলিন, আতাউর রহমান মিলন, আব্দুল মান্নান, এফ শাহজাহান, সৈয়দ ফজলে রাব্বী ডলার, আব্দুল ওহাব, জাফর আহমেদ মিলন, রেজাউল হক বাবু, মহসিন আলী রাজু ও মাহফুজ মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
বিজ্ঞপ্তি জানানো হয়, মনোনয়ন প্রত্যাহারের জন্য শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের নিকট আবেদন জানাতে হবে। একইদিন সন্ধ্যা ৬টায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
 
মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।