ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জীবন-জগৎ বুঝতে হলে বিজ্ঞান বেশি জানতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
জীবন-জগৎ বুঝতে হলে বিজ্ঞান বেশি জানতে হবে

ঢাকা: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন বলেছেন, ভবিষ্যত প্রজন্মকে আরো বিজ্ঞানমনস্ক করার জন্যই বিজ্ঞান অলিম্পিয়াড। বিজ্ঞান ছাড়া কিছু ভাবা যায় না। জীবন ও জগৎ বুঝতে হলে বিজ্ঞান বেশি জানতে হবে। 

তিনি বলেন, বিজ্ঞান অলিম্পিয়াড হচ্ছে বুদ্ধির প্রতিযোগিতা যা, বিশাল পরিসরে বড় অর্জনের সুযোগ করে দেয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর তত্ত্বাবধানে বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর আয়োজনে জাতীয় পর্যায়ের বিভাগীয় সায়েন্স অলিম্পিয়াড-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত ব্যক্ত করেন।

 

আইআইইউসি‘র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কুমিরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুদ্দিন।  

স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব এবং আইআইইউসি’র সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক সামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইআইইউসি‘র সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভিন।  

মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নাজমুল হক নাদভী, ইবি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. সাইফুল ইসলাম ও ইটিই বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আবদুল গফুর।  

৬৯টি স্কুল ও কলেজের ৪০২ জন ছাত্র-ছাত্রী এ বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।