ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিবাহী ট্রাকের ধাক্কা: মেয়ের পর চলে গেলেন বাবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
মাটিবাহী ট্রাকের ধাক্কা: মেয়ের পর চলে গেলেন বাবা

আশুলিয়া (সাভার): আশুলিয়ার নিরিবিলি নামে এলাকায় ট্রাকের ধাক্কায় প্রথমে মারা যান মরিয়ম। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আজাদও মারা গেছেন।

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আজাদকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আজাদের বাড়ি মানিকগঞ্জের সিবালয় থানার জাফরপুরে।

আশুলিয়ার ডেণ্ডাবর এলাকার কাশেম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তারা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় নবীনগর যাওয়ার সময় একটি মাটিবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে আজাদ এবং তার মেয়ে মরিয়ম গুরুতর আহত হন। পরিবারের অন্যান্য সদস্যরাও এতে আহত হন। দ্রুত তাদের গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

আজাদ এবং তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসক।

এ প্রসঙ্গে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হচ্ছে, জানান রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
বিএসকে/এটি

** আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।