ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোববার থেকে নড়াইলে সুলতান মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
রোববার থেকে নড়াইলে সুলতান মেলা শুরু চিত্রশিল্পী এসএম সুলতান

নড়াইল: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সাত দিনব্যাপী সুলতান মেলা শুরু হবে রোববার (১৫ জানুয়ারি)।

জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে রোববার (১৫ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে (২১ জানুয়ারি) পর্যন্ত। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হবে।

জেলা প্রশাসক মো. হেলার মাহমুদ শরীফ বাংলানিউজকে জানান, রোববার মেলার স‍ূচনা হলেও সোমবার (১৬ জানুয়ারি) সাত দিনের এ মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি। ২১ জানুয়ারি সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সুলতান পদক বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।

সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু বাংলানিউজকে জানান, সুলতান মেলা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মেলায় গ্রামীণ খেলাধুলাসহ বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, সেমিনার, সুলতান স্বর্ণপদক প্রদান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
 
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।