ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে

জামালপুর: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিটি ইউনিয়নে তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এতে গ্রামের ৩০ ধরনের স্বাস্থ্যসেবা পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।

এসব কমিউনিটি ক্লিনিকে নিয়মিত সেবা দেওয়া না হলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন ডা. মোশায়ের-উল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পৌর মেয়র মির্জা সাখাওতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।