ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইজতেমা থেকে ফিরে যেতে হলো বিদেশি সাংবাদিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ইজতেমা থেকে ফিরে যেতে হলো বিদেশি সাংবাদিকদের ১ নম্বর ফটকের সামনে বিদেশি সাংবাদিকরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টঙ্গী ইজতেমা থেকে: ক্যামেরা হাতে থাকায় ফিরে যেতে হলো মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা কাভার করতে আসা চীন ও জাপানের সাংবাদিক দলকে।

টঙ্গীর তুরাগ পাড়ে চলমান প্রথম ধাপের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি) ময়দানের ১ নম্বর ফটক দিয়ে প্রবেশকালেই তাদের ফেরত পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যামেরা হাতে ঢোকার সময় প্রবেশপথেই তাদের থামিয়ে দেন লাঠি হাতে দায়িত্বরত কয়েকজন স্বেচ্ছাসেবক।

এসময় ওই বিদেশি সাংবাদিকদের সঙ্গে একজন টুরিস্ট পুলিশও ছিলেন। তিনি বারবার স্বেচ্ছাসেবকদের অনুরোধ করলেও না মেনে নেওয়ায় ফিরে যেতে হয় সাংবাদিকদের।

এ বিষয়ে জানতে চাইলে এক স্বেচ্ছাসেবক বাংলানিউজকে বলেন, ইজতেমার ভেতরে ক্যামেরা নেওয়া যাবে না।

কেন নেওয়া যাবে না? এমন প্রশ্ন করলে তিনি জবাব দেন, তা-ও বলা যাবে না।

এসময় দেশীয় দু’টি টেলিভিশনের সংবাদকর্মীকে ময়দানের প্রবেশপথের বাইরে থেকেই সংবাদ সংগ্রহ করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এএম/ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।