ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ঐহিত্যবাহী লাঠি খেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
মানিকগঞ্জে ঐহিত্যবাহী লাঠি খেলা মানিকগঞ্জে ঐহিত্যবাহী লাঠি খেলা-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: নতুন প্রজন্মের মধ্যে ঐহিত্য তুলে ধরতে মানিকগঞ্জ সদর উপজেলার চর মকিমপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে লাঠি খেলা। শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় শ্রমিক লীগের স্থানীয় নেতাকর্মীরা এ খেলার আয়োজন করেন।

চর মকিমপুর মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন সদরের কৃষ্ণপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জামাল বাদশা।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাছেন আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-পাঁচ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাহবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ সুরুজ ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রমুখ।

লাঠি খেলা ছাড়াও এসময় ষাঁড়ের লড়াই, ঘোড়দৌড়, রশি লাফ, পাতিল ভাঙা ও বালিশ খেলার আয়োজন করা হয়।
 
পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।