ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
নারায়ণগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত পিঠা উৎসব/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের দেওভোগে উল্লাস নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পিঠা উৎসব-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ পিঠা উৎসবের উদ্বোধন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মনোয়ার হোসেন মনা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আজিজ, আবু সায়েম সিদ্দিকী ও জি এম আরাফাত, সভাপতি ওয়াহিদ মুরাদ, সহসভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সাংগঠনিক সম্পাদক জি এম কুদরাত, সহসাংগঠনিক সম্পাদক, ফারুক আহম্মেদ, কোষাধ্যক্ষ নবী উল্লাহ মহব্বত, প্রচার সম্পাদক এ এম রিশাত, সদস্য সাইদুর রহমান হাইয়্যুল, সালাউদ্দিন আহম্মেদ মামুন, আউলাদ হোসেন চাউ, উজ্জল আহম্মেদ, রাহাত প্রমুখ।

সংগঠনের সভাপতি ওয়াহিদ মুরাদ বলেন, শীতের শুরুতে সংগঠনের সদস্যদের সঙ্গে একটি উৎসব করার চেষ্টা করেছিলাম। উপদেষ্টা ও সদস্যদের সহযোগিতায় পিঠা উৎসব সুন্দরভাবে করতে পেরে আমরা আনন্দিত।

পিঠা উৎসবে ১৮ রকমের পিঠা ও দুই রকমের মিষ্টি পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।