ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত-ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দামপাড়া ও আকাশী গ্রামের খোলার মাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়।

উপজেলার আকাশী বঙ্গবন্ধু ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও বর্তমান সংসদের অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার মাহবুব আলম, জেলা পরিষদের সদস্য ও মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সংরক্ষিত নারী সদস্য সুমি সিদ্দিকী, পৌর মেয়র মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলমগীর কবির, স্পন্সর ওয়ালটন কোম্পানির পক্ষে এস এম জাহিদ হাসান ও উদয় হাকিম প্রমুখ।

এ প্রতিযোগিতা উপলক্ষে এখানে নাগরদোলা, মোটরসাইকেল, পুতুল নাচ ও সার্কাসসহ নানা আয়োজন চলছে কয়েকদিন ধরে। বসেছে জিলাপি ও মিষ্টিসহ নানা পণ্যের দোকান বসেছে।

আকাশী বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আব্দুল বারী বাবুল বাংলানিউজকে বলেন, এবার ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিলেট, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, নাটোর, রাজশাহী ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক লোক ঘোড়া নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় সাতটি ইভেন্টে ২১ জনকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।