ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবি

ঢাকা: স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলাসহ ভারতীয় সব টিভি চ্যানেল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি ইসলামিক দল।

শনিবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভারতীয় টিভি চ্যানেল ও সিরিয়াল আমদানির সুযোগ দিয়ে সরকারই এ দেশে অবাধ ভারতীয় সংস্কৃতি লালন ও প্রসার করছে।

যা সংবিধানের ৩২ অনুচ্ছেদের সুস্পষ্ট খেলাপ। এছাড়া রাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে সংবিধানের ২৩ নম্বর অনুচ্ছেদে। ’

তারা জানান, খবরদারি, চোখরাঙানি উপেক্ষা করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নেপাল ভারতের ৪২টি টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে। সামাজিক ও পারিবারিক বন্ধন বিনষ্টকারী ওসব ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে বন্ধ করে দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারি, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো আবুল হাসান শেখ শরীয়তপুরী, হাফেজ মোহাম্মদ আব্দুল সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ওএফ/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।