ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইজতেমা-২০১৭

আখেরি মোনাজাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিদের ঢল

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আখেরি মোনাজাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিদের ঢল রাতেও দলে দলে মুসল্লিরা প্রবেশ করছেন ইজতেমা ময়দানে

বিশ্ব ইজতেমার ময়দান থেকে: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে রাত থেকেই ময়দানে প্রবেশ করতে শুরু করেছেন মুসল্লিরা। আল্লাহ’র সান্নিধ্য পেতে তিনদিনের এই জমায়েতে বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মুসল্লি আগেই অংশ নিয়েছেন। তবে আখেরি মোনাজাতে যোগ নিতে শনিবার রাত থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। 

শনিবার (১৪ জানুয়ারি) রাত ১০টা ১৭ মিনিটে টঙ্গী স্টেশন রোডে ইজতেমা ময়দানের ৭ নম্বর গেটে অবস্থান করে দেখা যায়, দলে দলে মুসল্লিরা প্রবেশ করছেন ইজতেমাস্থলে। গেটের সামনে দাঁড়িয়ে আছে ময়দানের পাহারাদার জামাতের সদস্যরা।

তারা মুসল্লিদের প্রবেশে সহায়তা করছেন।

রাজধানীর শাহজাহানপুর থেকে আগত এক মুসল্লি শরিফুল ইসলাম বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে আগের রাতেই এসেছি। তবে আগের বছর আসতে খুব কষ্ট হয়েছিল। তাই এবার হাতে সময় নিয়ে বাসা থেকে রওয়ানা হয়েছিলাম। কিন্তু রাস্তায় তেমন সময় লাগেনি। এবার রাস্তায় যানজট কম।  

তিনি জানান, রাতে এখানে বয়ান শুনবো, ফজরের নামাজ আদায়ের পর থেকে যে আলোচনা হয় সেটা শুনে আম বয়ানের পর আখেরি মোনাজাত। অতীতের সব গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে হাত তুলবো।  

এদিকে, ময়দানের আগত মুসল্লি রিফাত জানিয়েছে, সকালে রাস্তা বন্ধ থাকবে, যানবাহন চলাচল করবে না। সকালে আসতে চাইলে পায়ে হেঁটে আসতে হবে। তখন এসে মোনাজাত পাওয়া যাবে না। তাই আগের রাতেই আসা ভালো।  

ময়দানের ৭ নম্বর গেটের পাহারাদার জামাতের এক সদস্য মো. সাদ্দাম বাংলানিউজকে বলেন, সন্ধ্যা থেকেই মুসল্লিরা আসছেন। এই ময়দানের মোট ১৭টি প্রবেশ পথ রয়েছে। সবগুলো প্রবেশ পথেই মুসল্লিরা ঢুকতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসজেএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।